আমি স্বপ্ন দেখি
রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক)
“””””””””” “””””””””” “””””””””” “”””””””””
আমি স্বপ্ন দেখি
হ্যা , আমি স্বপ্ন দেখি
রাতের সুখ নিদ্রায় মগ্ন হয়ে নয়
জাগরণে , প্রতি ক্ষণে ক্ষণে |
এমন একটা পৃথিবী গড়ে উঠুক
যে পৃথিবীটা জুড়ে হবে একটি মাত্র রাষ্ট্র
থাকবে এক নীতি
প্রকৃতির সাম্যের নীতি
থাকবে একটি ধর্ম
মানবতার ধর্ম |
সকলের জন্য থাকবে
খাদ্য-বস্ত্র-আশ্রয়-শিক্ষা-চিকিৎসার সু বন্দোবস্থ
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো বয়ে যাবে
মানব মাঝারে প্রেমের ঢেউ |
এক সুরে চলবে,এক আসনে বসবে
ত্যাগের মন্ত্রে নিয়ে দীক্ষা
নিঃস্বার্থে বিপদে আপদে
সকল মানুষ মানুষের পাশে থাকবে |
বয়ে চলা বাতাসের স্পর্শে
নীল আকাশের তলে উড়বে
শান্তির শ্বেতশুভ্র পতাকা
আমি এমনই এক পৃথিবীর স্বপ্ন দেখি |
—oooXXooo—