অন্তর মাঝে
ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
এতো হিংসা
মহামারী অশ্রুজল –
হৃদয় ভরা প্রাণ
খুঁদ কুড়া সম্বল।
শ্রাবন বর্ষা নিদাঘ দহন –
শীত বসন্ত শর্বরী,
ফুল দীপ জ্বালা ঘরে
নিজে নিজ অরি।
দূর কদম তলে যমুনার জলে –
উঠিল বার্ধক্যে বিষম জ্বালা,
দূর কুঞ্জে ভাসি অশ্রু জলে
হীরা জোহরত চেয়ে প্রেম
শ্রেষ্ঠ যেন সুধার পেয়ালা।
বৃন্দাবন পথে দামিনী চাঁদণী
মনের হরষ সকল অন্তর মাঝে –
মোক্ষ পথে বিচলিত নর নারী
কান্ডারী বাঁশি মরমে বাজে।
তবু কেন রই মিছে কাজ?
—oooXXooo—