সারদা মা
দীননাথ চক্রবর্তী
স্নেহবলে শক্তিশালী সেবা সুধায় সাহসী .
সেযে আমার জননী সারদা দুঃখে কাতর নিবাসী ।
ডাকাত হৃদয় ঝর্ণা ধারায় সমতলে সরসি
ঊষর মনের পলি স্রোতের পূর্ণিমা চাঁদ ঊষসী
মজে যাওয়া দগ্ধ তাপে খরা হৃদয় তাপসী
সেযে আমার জননী সারদা দুঃখে কাতর নিবাসী ।
হারিয়ে যাওয়া দিশেহারা বিচ্যুত পথ বিশ্বাসী ,
মূলস্রোতে মা ফিরাযে মুখ সবার প্রিয় শ্রেয়সী।
সেযে আমার জননী সারদা দুঃখে কাতর নিবাসী ।
—oooXXooo—