আজ বড্ড বেশি বিক্রিবাটা ঢেও ঢাকনা ডিবে কৌটা , দিনে রাতে পথে পথে সকাল সন্ধ্যা হাট বাজারে মলে মলে নেটে নেটে দিক দিগন্ত টাটকা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
যেন ঘুড়ির আকাশ রঙ বে-রঙের , মাঞ্জা প্যাঁচ ভো ..কাট্টা । কেউ বেচছে তার আকাশখানা রাতে চাঁদের জ্যোৎস্না দিনে রাতে দুনিয়াটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
চক্রপথে নারী বেচে মিলন ভিশন রমরমা , সদ্যোজাত পাইনা রেহাই হাসপাতালও ভাইরাস হায় কার কী তাতে যায় এসে যায়? বেজায় যে আজ চাহিদাটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
সায় বে-সায়ে হচ্ছে বিক্রি অঙ্গ প্রতি শরীরটা , কোন পথে যে যায় চলে যায় দুয়ার ঘুরে কোন দুনিয়ায় মেরে বেঁচে মেরে বেঁচে নিজেরে মারে শেষটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
বিক্রি পসার সাজিয়ে বসে বিজ্ঞাপনের ডিজে বাজায় , সেবার নামে স্কুল কলেজ অফিস আদালত করপরেট মায় কোচিং হোম এনজিও চড় কষিয়ে গালে ঠাট্টা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
শুধুই জীবনজুড়ে বেচাকেনা আরও আরও প্রতিযোগী , কেউ বিক্রি করে শৈশব তার কেউ বা আবার বার্ধক্যে দুমড়ে পড়া বেজায় রকম কষ্টটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
কেউ বেচছে কষে যৌবনটা সস্তা চড়ায় যেমনটা , কেউ যে আবার স্বপ্নটাও শ্রমের সাথে জীবনটাও মরণ পথে যেতে যেতে হাল ছেড়ে দেয় ভাগ্যটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
এরই মাঝে কেউ যে আবার বিক্রি করে মেধা দেদার , কেউ বা সদাই শিল্পকলা নানান রকম মশলা রুচি মন তুষ্টি সাজে শুধুই চায় পেতে চায় ফাগুনটা আজ বড্ড বেশী বিক্রিবাটা।
গোপনে কেউ বেচছে প্রণয় হৃদয় প্রেম মনটা , একটুও তার হয়না কষ্ট বিক্রি করতে স্বাধীনতাও কোন সে লাভের আলেয়া? আজ বড্ড বেশী বিক্রিবাটা।