ডাক
রতন চক্রবর্তী
“”””””””””””””””””””””
মায়ের সেই ছোট্ট খোকাটি
আজও সে খোকাই আছে |
বয়স তার যতই উঠুক বেড়ে
খোকাই থাকে মায়ের কাছে ||
যতই হোক মস্ত অফিসার
তবু মা তারে খোকাই ডাকে |
নেতা মন্ত্রী যা খুশি হোক না
মায়ের ডাক খোকাই থাকে ||
মায়ের মুখের অমন ডাক
হাজার ডাকের সেরা |
শুনলে পরে মনে হয় যেন
স্নেহ আদরেতে ভরা ||
—oooXXooo—