এসো বৃষ্টি
মৃনাল কান্তি বাগচী
এতোটা দাবদাহ চলছে আমার চারপাশে
বৃষ্টিকে তাই ছুঁতে বড়ই ইচ্ছে করে,
বৃষ্টি সে কথা বুঝতেই চায়না
আমার কষ্ট বোঝাবো তাকে কি করে?
আকাশ হতে যদি
ঝুপ ঝুপ করে এখণই নামতো বৃষ্টি,
সেই বৃষ্টিতে শীতল করিতাম
আমার তাপিত দেহ মন,
এসো ওহে তুমি বৃষ্টি!
অভিমান করোনা তুমি আর,
তোমার অভিমান ভালো লাগেনা আমার
তুমি ছাড়া আমি ভালো থাকিনা
তুমি যে বড়ই অপার।
যতই আসুক রোদ্দুর,
যতই আসুক নিদাঘ,
তুমি ছাড়া আর কাউকে
করিনা আমি সোহাগ।
বুঝেও বোঝোনা সে কথা তুমি
সব অভিমান দূরে সরিয়ে
সিক্ত করো তুমি আমায়,
ঘুচিয়ে দাও সব অভিমান
আছে যত পুঞ্জীভূত রাগ।
বৃষ্টি! তুমি আমার প্রাণের দোসর,
তোমার মহিমা বোঝা দায়
তুমি না আসিলে
জীবন হয়না কখনো অপার।।।
——+++++++——