দেখিতে দেখিতে আর একটি বছর “সবুজ স্বপ্ন” সাহিত্য পত্রিকা করিলো পার, আমরা সবাই “সবুজ স্বপ্ন” পত্রিকাকে মহা সমারোহে বরণ করিলাম ১৯ শে এপ্রিল আবার। সবুজ স্বপ্ন আপামর জনগনের চির দিনের স্বপ্ন, সারা বছর ধরে সেই স্বপ্নকে পূরণ করিতে আমরা থাকি মগ্ন। স্বপ্ন যদি বেঁচে না থাকে বেঁচে থাকার থাকেনা কোন মানে, “সবুজ স্বপ্ন ” সাহিত্য পত্রিকা আছে যে আমাদের অন্তরে মনে প্রাণে। কত মানুষের কত স্বপ্ন গল্প কবিতায় তাতে উপহার দেন আমাদের জ্ঞানী গুনী লেখক কবিগন, তাহা পড়ে কত মানুষ খুঁজে নেয় তাদের বাঁচার রসদ সর্বক্ষণ। “সবুজ স্বপ্ন ” দেখায় মানুষের বেঁচে থাকার স্বপ্ন পৃরণের হাজারো স্বপ্ন, তাই অন্তর হতে বাঁচিয়ে রাখিতে মনে প্রাণে করিবো তাকে সর্বস্ব দিয়ে যত্ন। “সবুজ স্বপ্ন” পত্রিকা নয় ফেলনা,নগন্য ও তুচ্ছ তাতো দেখায় সব মানুষের বেঁচে থাকার অধিকার, তাই নতুন করিয়া “সবুজ স্বপ্ন” কে অন্তর হতে বরণ করিলাম বেঁচে থাক তাহা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে সবুজ স্বপ্নের মহিমা যে আমাদের কাছে অপার।।।