নিরামিষী তর্যা
মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
কচ্ছপ থপ থপ
দাঁতে খুড়ে মাটি
গুঁড়ি গুঁড়ি বর্ষায়
বক কচ্ছপ জুটি
মঙ্গলের জমিতে
রানীবালা দেবী
নিরামিষ বিধবা
দেখেন মিষ্টি ছবি!
কালীনাথ সর্দার
এলাকার জোদ্দার
তার ছেলে শংকর
দেখে বুঝে তৎপর..
চিৎ কার ভয়ঙ্কর
খোকা আয় খুঁকি আয়
ওই বক খপ খপ ধর
কচ্ছপ পালিয়ে যায়
সিঁদ কাট ধর আর মার
কেষ্ট বৈরাগীর মা ছিলেন
একাদশীর উপবাস
বলেন কেলে চোরা বাচ্ছা
করিস নে দেশে সর্বনাশ!
জল জমি কচ্ছপ পাখি
এরা হলো শ্রী কৃষ্ণের সৃষ্টি
গাছ মাচ কচ্ছপ মরে গেলে
দেশে হবে দুর্ভিক্ষ অনাবৃষ্টি
তার চেয়ে রানীক্ষেত বন হতে
নারিকেল গোটা দশেক এনো
খিচুরি বানিয়ে লেবু দেব পাতে
শ্যামগান শুনবে বাজবে পিয়ানো।
—oooXXooo—