তুমি
দীননাথ চক্রবর্তী
আমার ঘুমের স্থিতির মাঝে
তুমি অনেক অনেকখানি ।
আমার ক্ষুধার নিবারণে
তুমি অনেক অনেকখানি।
আমার মনের সংগোপনে
তুমি অনেক অনেকখানি।
আমার কর্মশক্তি জাগরণে
তুমি অনেক অনেকখানি।
আমার দুঃখ যাতনা হরণে ও
তুমি অনেক অনেকখানি।
আমার সুখের ঘরের বাতায়নে
তুমি অনেক অনেকখানি।
—oooXXooo—