অনেকটা পথ “ধূসর পান্ডুলিপি নিয়ে ঘুরে ঘুরে তোমার কবিতা আমাকে আশ্রয় দেয় তোমার মোহমুক্ত পাণ্ডুলিপির শেষে যখন তুমি বলে ওঠো কোথায় বাগেশ্রী শুনবে। আমি তোমাকে দেবতা সূর্য ভেবে পুজো করি তুমি আমাকে মূর্তি ভাবো আমি তোমার দুচোখের গভীরতায় সোনাঝুরির বন পাই, পাই পাইনের উপতাকা এই “মহাপ্লাবন পরিস্থিতিতে তুমি নৌকা নিয়ে এসেছ আমার ক্ষীণ প্রাণবায়ু টুকু বাঁচাতে।