বিচিত্র ভাবনা
মৃনাল কান্তি বাগচী
নদীর ভাঙন দেখেছি
দেখেছি মানুষের হৃদয় ভাঙন,
দেখেছি যাকে ভাবা হয় আপন
সে হয়নি কখনো কখনো আপন।
বরফ হৃদয়ে লুকিয়ে থাকতে দেখেছি
সীমাহীন কত উষ্ণ ভালোবাসা,
ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়নি
আশাহত হয়েছে কত মনের আশা।
মায়া ভরা চোখে খুঁজেছে মন
সন্তানের মাঝে নিজের না মেটা আশা
সেই আশা পূরণ হয়েছে যখন
দুচোখ বেয়ে অশ্রু নেমে,
বলেছে অতীতের না বলা ভাষা।
ভাষাহীন ভাঙন,মনে আনে কাঁপন
যাকে কোনদিন মনে হয়নি আপন
দুর্দিনে সেই পাশে দাঁড়িয়ে হয়েছে আপন।
এই বিশ্ব চরাচরে অনেক অদ্ভুত ঘটনা
যা ভাবা যায়না তাই ঘটে
শুধু বসে বসে ভাবি সে সব
এই জীবন সায়াহ্ণের বিচিত্র নাটে।।।
——-++++++++++——