বসন্তের আগমন
সুপর্ণা দত্ত
আজই এই ভোরের বেলা
চলছে যেন ঘুম ভাঙানোর খেলা,
জুড়িয়ে গেল মন প্রাণ
শুনে কোকিলের কুহুতান।
গাছে গাছে করে লাফালাফি
কুহু কুহু শুধুই ডাকাডাকি
মিষ্টি সুরে দেয় জানান
ঘটে গেছে বসন্তের আগমন।
জানলা খুলে আকাশ পানে দেখি
ছড়িয়ে গেল রঙ কিভাবে একি!
আবীর রঙে রাঙিয়ে দিল কে যে
ভেবে ভেবে মুগ্ধ হলাম নিজে।
দরজা খুলেই শীতল হল মন
স্নিগ্ধ বাতাস বইছে সারাক্ষণ,
চোখে পরে মন কাড়া সব দৃশ্য নানা
মন হারাতে নেই তো কোনও মানা।
গাছগুলো সব রঙিন ফুলে ভরা
ফুলের ভারে ডালগুলো নুয়ে পরা,
আগুন ঝরে পড়ছে অবিরত
বলছে যেন এসেছে বসন্ত।