বসন্তের আগমন
সুপর্ণা দত্ত
আজই এই ভোরের বেলা
চলছে যেন ঘুম ভাঙানোর খেলা,
জুড়িয়ে গেল মন প্রাণ
শুনে কোকিলের কুহুতান।
গাছে গাছে করে লাফালাফি
কুহু কুহু শুধুই ডাকাডাকি
মিষ্টি সুরে দেয় জানান
ঘটে গেছে বসন্তের আগমন।
জানলা খুলে আকাশ পানে দেখি
ছড়িয়ে গেল রঙ কিভাবে একি!
আবীর রঙে রাঙিয়ে দিল কে যে
ভেবে ভেবে মুগ্ধ হলাম নিজে।
দরজা খুলেই শীতল হল মন
স্নিগ্ধ বাতাস বইছে সারাক্ষণ,
চোখে পরে মন কাড়া সব দৃশ্য নানা
মন হারাতে নেই তো কোনও মানা।
গাছগুলো সব রঙিন ফুলে ভরা
ফুলের ভারে ডালগুলো নুয়ে পরা,
আগুন ঝরে পড়ছে অবিরত
বলছে যেন এসেছে বসন্ত।
ফুলের গন্ধ-রঙের ছটায়
মৌমাছিদের গুঞ্জরণে মনও ভরায়
প্রকৃতি আজ হয়েছে প্রাণবন্ত
বলছে দেখো আজ এসেছে বসন্ত।
বাতাসে বাতাসে নানান ফুলের সুবাস
আনল বয়ে বসন্তেরই আভাস ,
ভাল-মন্দ সবকিছু যাক হারিয়ে
বসন্তকে ডাকব হাত দুটো বাড়িয়ে।
মনে মনে লাগল সবার রঙ
জাগল মনে নব প্রেমের রঙ,
পাখি,নদী,ঝর্ণা খুঁজে ফেরে ছন্দ
মানসলোকও হারায় দ্বিধা-দন্দ্ব।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া ডাক দিয়ে যায়
আবীর রঙে রাঙিয়ে দিয়ে যায়,
বসন্ত প্রেমী মানুষ সকল
মন মাতিয়ে খেলে রঙের দোল।
সুখের মাঝেও থাকে দুঃখ কিছু
হাম-বসন্ত-ডেঙ্গু-ম্যালেরিয়াও আসে পিছু পিছু,
কালবৈশাখী ঝড়ের থাকে প্রভাব
তারই মাঝে বসন্তে হয়না উৎসবের অভাব।
প্রকৃতির রূপ-মাধুর্য্য ফুলের সমাহার
বাতাসের সৌরভ আর সৌন্দর্যের বাহার
কোকিলের সুর-সঙ্গম আর ছন্দ
বলে দেয় আজ এসে গেছে বসন্ত।
—oooXXooo—