বুকের ময়না
চিত্রশিল্পী তপন কর্মকার
ও সোনার ময়না গো——
খাচাতে আর কত কাল থাকবা।
সকাল দুপুর রাত বেরাতে,
আমার সঙ্গে কত জাগবা।
সোনার ময়না গো —-
আশা ছিল অনন্ত কাল,
থাকবো সুখের ঘরে।
সে ঘর এখন ভেঙ্গে পরে,
কাল বৈশাখী ঝড়ে।
এই রৌদ্র ছায়ার পথে ঘাটে,
তুমি আর কত কাল নাচবা।।
সোনার ময়না গো——–
চোখের দৃষ্টি,চোয়াল মারি,
শ্রবণ শক্তি বল।
সেই কবেকার জীবন গাড়ী,
গেছে রজার তল।
রং ফুরালে জঙের প্রেমে,
বলো আর কি তুমি হাসবা ।।
সোনার ময়না গো———
—oooXXooo—