ফেরারি
বাবু বিশ্বাস (আগান্তুক)
যে মানুষটার ফেরার কথা,ফেরেনি!
প্রহর গোনায় প্রহর গোনায়..
তিমির জাগে দিবস ফুরায়!
একলা আকাশ একলা উঠোন বিরহ যাপন,
যার,সুখের স্রোতে ভাসার কথা,ভাসেনি!
যে মানুষটার ফেরার কথা,ফেরেনি!
চাতকিয় বুকের ভীতর,মেঘহীন দগ্ধ তপ্তদুপুর!
অশ্রুভরা আঁখিদ্বয়ে,মরীচিকা দূর-বহুদূর !
তবুও ভাবে,,সে-জন এসে,
মধুর সুরে ডাকবে কাছে!
আলতো ছুঁয়ে চোখ মুছিয়ে,জড়িয়ে নেবে বুকের মাঝে!
তার এসব ভাবনা আজও ডানা মেলেনি!
যে মানুষটার ফেরার কথা,ফেরেনি!
প্রতীক্ষা যেনো নীরব পাহাড়,
চিবুক চোয়া ঝর্ণা ধারার!
হাজার ঝরেও দুঃখসাগর ফুরায় না!
সব বনেতে বসন্ত রঙ লাগে না।
সবাই কিন্তু সুখ খুঁজে যায়,পর কেও আপন করে নেয়!
সব কপালে তবুও সুখ জোটে না!
সব বুকেতেই এমন সাগর,
উত্থান পতন জোয়ার ভাটার!
ঢেউ গুনে সে দুঃখ মাপা সোজা না!
অশ্রুধারায় প্রাণের তৃষ্ণা মেটেনা!
ফিরবো বলেও সবাই কিন্তু সচরাচর ফেরেনা।
—oooXXooo—