ঘুম নেই
রতন চক্রবর্তী
“”””””””””””””””””
ঘুম নেই
ঘুম কেটে গেছে বহু বছর আগেই
অভাবী সংসারের বোঝাটা যেদিন প্রথম কাঁধে নিয়েছিলাম
সে দিন থেকেই |
একটু আধটু ঘুম যদিও আসতো মধ্য রাতের পর
তাও হারিয়ে গেছে
চলমান সমাজের দুরাবস্থা দেখে
সর্ব সময় আতংকে জীবন কাটছে |
একলা ঘরে বসে ভাবি
এ হেন অবস্থা কাটবে কবে
ক্লান্ত দেহের নয়ন জুড়ে
নিশ্চিন্ত ঘুমের সুখ আসবে কবে|
—oooXXooo—