সমনামী
শ্যামাপ্রসাদ সরকার
কি তীব্র আক্ষেপে
ঘাড় ধরে শাসন করতে গিয়েছি
আমার সমস্ত দীনতা ও অজুহাতটিকে।
যেমন প্রতিরাতে ক্ষমা চাইতে চেয়ে
একবার চোখ বুজে চেয়ে নিয়েছি বিরতি
অথবা ক্লান্তির বিনিময়ে একটু বিশ্রাম!
তবু তোমাকে ভালবাসতে চেয়ে
বাড়িয়ে দিতে গিয়েছি সমস্ত পর্যায় পাঠ
আবার যেমনটা টর্চ জ্বেলে গোপনীয়তা খুঁজে
পাশ ফিরে শুয়েছি অসহায় অপেক্ষায়।
ভেবেছি একটু বিধ্বংসী ঝর্নার ঢেউ
আর কি ভাসাবে এ স্থবির স্থলভাগ?
অথবা দৃঢ় চিবুকের বসন্তছায়া
বুনে দেবে অযথা স্বপ্নজাল?
বড় বিতৃষ্ণায় যেন
তুমি আমাকে সহ্য করছ !
ভালোবাসাহীনতায় শুধু সহ্য করছ!
…..