বুড়ো-বুড়ির দাম্পত্য
শ্রী নীলকান্ত মণি
শুনছে আর কে টা!
বলেই যখন তখন, তুমি
কিসের অধিকারে ভাগ বসাচ্ছো
আমার ভাগের কোটা য়!?
ভয়ে তো আমি কাঁটা!
ছিটকে সরে আসি!
সে তো তখন হেসেই কুটিপাটি!
ভাবি যখন এটাই সুযোগ
একটু তবে আদর করি,
মুখ করে তার ভারী, বলে—
বাহাত্তুরে বুড়োর দেখি ধরেছে ভীমরতি!
এমনি করেই প্রহর গুলো পার হয়ে যায়,
গাম্ভীর্য ঢাল সে তো তার, চতুরালি!
তা অবশ্য যদিও আমি বুঝি
ছলের তলে তলে ভালোবাসা-নদী,
যাচ্ছে বয়ে ফল্গু ধারায়,
আড়াল ধরে যাচ্ছে নিয়ে খবর, আমার ও তার,
নিত্য দিনই,
লেগেই আছে এটা ওটা নিয়ে,
কী বলবো ভাই,
যাচ্ছেতাই,
সে সব কথা নাই শুনলে, খুনসুটি!
যত্নআত্তি করবো যে ভাই, নাইকো উপায়,
সর্বদা সে বাগিয়ে আছে ফণী-মনসা র কাঁটা৷
বলছে আমায়, আমি নাকি
ফাঁকি দিয়ে ওকে
কেটে পড়বার তালে
ওপার থেকে ডাক পাওয়ার অপেক্ষাতে আছি!
আচ্ছা, বলো তো ভাই
এই যে আসা এবং যাওয়ার ধারায়
আমাদের কি কারোরই হাত আছে!?
—oooXXooo—