জীবনের এক নাম ভালবাসা
সুপর্ণা দত্ত
ভালবাসা চারমাত্রার কথা
না পেলে ভাই মনে ভরে ব্যাথা।
একটা জীবনে থাকে অনেক আশা
সব চাওয়ারই উর্ধ্বে থাকে ভালবাসা।
ভালবাসা মনে জাগায় শিহরণ
ভালবাসা পেতে মন চায় সারাক্ষণ।
তাই বলে কি ভালবাসার মানে এটাই বোঝ
শুধুমাত্র দুজন প্রেমিক-প্রেমিকার মধ্যেই থাকে সীমিত।
হয়তো বা সত্য হল এই কথাটাই
ভালবাসার এক অর্থ হয়তো হবে তাই।
কিন্তু তবে বাবা-মা,ভাই-বোন আত্মীয়-স্বজন
বন্ধু-বান্ধব,শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসার নেই সম্মান।
এরাও যে ভাল বাসতে জানে
এরাও যে ভাল রাখতে জানে।
এদের ভালবাসাই জানে মানুষ করে গড়তে
এদের ভালবাসাই শেখায় সত্যিকারের মানুষ চিনতে।
এরাই শেখায় অন্ধকার সরিয়ে আলোর দিশা দেখতে
এরাই শেখায় অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে লড়তে।
এরাই শেখায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কথা বলতে
এরাই শেখায় সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।
এদের ভালবাসাই সমাজ গড়তে শেখায়
সেই ভালবাসাই মানুষকে ভাল রাখতে শেখায়।
এরাই মানুষকে ভাল রাখতে শেখায়
এরাই দেশকে ভালবাসতে শেখায়।
তবে কেন একজনকে ঘিরেই হবে ভালবাসার দিন?
কেনইবা ভুলতে হবে মানুষ তৈরির করিগরের ঋণ?
কেনইবা সেই একজন পাবে সকল ভালবাসা
ভুলতে হবে এতদিনের পাওয়া সবাকার ভালবাসা!
অপার মহিমা ভালবাসার আছে
ক্ষমতার দম্ভ হার মানে ভালবাসার কাছে।
ভালবেসেই মানুষ মানুষের কাজ করে
ভালবেসে মানুষ দেশের জন্য প্রাণ দিতে পারে।
এমন মানুষ যারা দেশকে ভালবাসে
ঘর-পরিবার ছেড়ে প্রহরায় দিন কাটায় সীমান্তে এসে।
সুখ-স্বাচ্ছন্দ ত্যাগ করে হয়েছেন শহীদ যারা
একটু ভালবাসার সম্মানের অধিকারী তারা।
আমরাও পারি ভালবাসার দিন পালন করতে
শুধু নিজের জন্য নয় মানুষকে সম্মান দিতে।
জীবনের একটু স্বার্থ ত্যাগ করে মানুষকে ভালবেসে
কাছে-দূরের মানুষের কাজে এসে।
💏💏💏💏💏💏💏💏💏