অতীতের পাতা
প্রেমাঙ্কুর মালাকার
কোকিল ভোলে না মোটে!
মাঘের বিদায় পয়লা ফাগুন,
এখনো শীতের রেশ-
সূর্য বিহীন, আকাশে মেঘের,
জমকালো সমাবেশ!
মেঘ দেখে ভুল, মানুষের হয়,
কোকিল ভোলেনি মোটে ;
এলো বসন্ত, পয়লা ফাগুন,
কুহু কুহু গেয়ে ওঠে!
ওদের রক্তে, আছে টেলিপ্যাথি,
খোঁজেনা ক্যালেন্ডার –
ফাগুন এলেই, গাইবে কোকিল,
কন্ঠে সুর বাহার!
তামাটেবর্ণ, নীমের পাতায়,
ভরলো নীমের শাখ ;
প্রকৃতির লীলা, দেখি বিস্ময়ে ,
স্তম্ভিত নির্বাক!!
—oooXXooo—