যদি
রতন চক্রবর্তী
“”””””””””””””””””
মনের অসুর , সমাজের অসুর
একটি অসুরও মারতে পারিনি আমরা
কি লাভ তবে পালন করে
মিথ্যার এই বিজয় উৎসব বিশ্বজোড়া ?
রাবনের কুশপুত্তলিকা দহন করে
রাবন যদি সত্যই ধ্বংস হয়ে থাকে
তবে কেন বলতে পারো সইতে হয়
আজও রাবনের অত্যাচারটাকে ?
তাই বলি যদি বিজয় উৎসব
সুখের উৎসব পালন করতেই হয়
ঘরে,বাইরের বাস্তবের অসুর
সব অসুরেরই তবে ঘটাতে হবে লয় |
সেই শিক্ষা দিতেই আমাদের কৃপা করে
প্রতি বছর স্বপরিবারে মা আসেন নেমে
শাস্ত্র ও অস্ত্র সহ পদতলে দুষ্ট অসুর নিয়ে
তারই সৃষ্ট মানুষের বাসভূমি এই মর্ত ধামে|
—oooXXooo—