শিরোনাম:–দীপ জ্বেলে যাই
কলম:–সুপর্ণা দত্ত
ইচ্ছে কতক জাগল মনে
স্বপ্ন রঙ-বেরঙের,
কতকটাকে কুড়িয়ে নিলাম
কতক গেল হারিয়ে।
কেউ বা এসে দিল ধরা
কেউ বা গেল দূরে সরে,
খানিকটা পথ একলা চলা
খানিকটা পথ একসাথে।
তেমন করে কেউ নিল না
আমি ঠিক যেমনটি চাই,
সবাই শুধুই গড়তে চাইল
যে যার নিজের পছন্দ সই।
মনের মাঝে কি যে চলে
চাইল না কেউ জানতে,
সবাই কেবল সিদ্ধান্ত তাদের
ব্যাস্ত মাথায় চাপাতে।
চিরকাল শুধু মাথা নীচু করে
শুনেই গেলাম কথা,
কথার উপর কথা চেপে
জমলো মনের ব্যাথা।
আর পারি না,আর পারি না-
স্বপ্ন ভাঙতে,মারতে ইচ্ছেগুলো,
এবার সময় বদলে দেবার
নিয়ম-রীতি-রেওয়াজগুলো।
সময় এল ইচ্ছে পূরণের
স্বপ্নকে জাগিয়ে তোলার,
সামনের পথ খুঁজে নিয়ে
দুঃখটাকে ভোলার।
তোমরা যারা নত করেছো
ছোট করেছো সর্বদা,
তোমরাও সব এগিয়ে চলো
থামিয়ে দিও না পা-টা।
তোমরা যতই আঘাত হানো
আমি করবো না প্রতিঘাত,
তোমরাও আজ সাথে চলো সবে
তোমাদেরও দেব সাথ।
হিংসা- বিবাদ ঝগড়া-ঝাটি
আছে যত বিচ্ছেদের কারণ,
দূর করে দাও মনের থেকে
অন্তরেতে শান্তির দীপ জ্বালো।
🙏💐🙏💐🙏💐🙏💐🙏