মনে আছে
মৌসুমী ঘোষাল চৌধুরী
মনে আছে
নার্সারীর প্রথম বেগুনী আকাশ ।
তুমি আমার অন্ধ চোখে
হাত রেখে বলেছিলে ,
ফিরে পাবে
হারিয়ে যাওয়া ধূষঢ় বেড়াল ছানা।
তারপর কোথায় হারিয়ে গেলে ?
আজো কিছু চিনতে পারি না ।
শুধু দেখি ঝড়ের আকাশ
দেখতে পাই না জোনাকিদের মত ।
শরীরের আনাটমি চিরলে
একরাশ খড় আর মাটি ।
চতুর্ভুজ তোমার প্রিয় বলে
রুইতন কিং বা রম্বসে সাজিয়ে রেখেছি
অঢেল বৃষ্টি মাখা সবুজ অরন্য।
—oooXXooo—