আমন্ত্রণ
দীননাথ চক্রবর্তী
আমার আর নেইযে উপায় কাছে থাকার
তোমায় আমন্ত্রণ ,
আতস বাজির রোশনাই রোশনাই
নতুন দিনের শুভ কামনায়
সুরে রাগে আগমন
তোমায় আমন্ত্রণ ।
আমি আজ স্মৃতির স্মরণীকা
অতীত সঙ্গ রোমন্থন ,
কী গান গেয়েছি জানিনা আমি
আমন্ত্রিত মঞ্চে এ`কদিন কতখানি
এবার বিদায় লগন
তোমায় নিমন্ত্রণ ।
গাইতে গাইতে থাকতে থাকতে
কখন যেন হৃদয় বন্ধন ,
অতিথি ভুলে স্বজন আপন
ঠোকাঠুকি মাখামাখি দিনক্ষণ
আটপৌরে সারাক্ষণ
তোমায় আমন্ত্রণ।
—oooXXooo—