হেসে খেলে
রতন চক্রবর্তী
“”””””””””””””
অট্টালিকায় বাসরত মানুষের পানে তাকিয়ে
তুমি ভাবছো,তুমি কত দুঃখী !
একবার ফুটপাতে বাসরত মানুষের পানে
তাকিয়ে দেখো ,তুমি কত সুখী |
যেটুকু সুখ পেয়েছো তুমি ঈশ্বরের কৃপায়
তারই জন্য,ধন্যবাদ দিয়ে তারে ,
হেসে খেলে সুখানন্দে করো বাস সবারে নিয়ে
বিশ্ব মায়ের এই সুন্দর সংসারে |
—oooXXooo—