মন হারানোর বেলায়
কাকলি ঘোষ
যদি আমাকে ভাসতে দিস
তোর নদীটার বুকে
আমার একটা পাহাড় আছে
বিলিয়ে দেব তোকে।
তোর হাতের ওই গোলাপ খানা
যদি আমায় দিলি
তার বদলে আমার গোটা
বাগানটা নয় নিলি।
জ্যোৎস্না মাখা যে পথ দিয়ে
তুই চলে যাস দূরে
সে পথ আমি ভরিয়ে দেব
আমার বাঁশীর সুরে।
ঝিকিমিকি তারায় ভরা
ওই যে রাতের আকাশ
এক লহমায় দিতে পারি,
যদি ফিরে তাকাস।
মেঘলা দুপুর টাপুর টুপুর
যা তুই ভালবাসিস
এক পলকেই তোর হয়ে যায
একটু যদি হাসিস।
নিশীথ রাতের বাদল ধারায়
বাজিয়ে নূপুর যা না
সঙ্গে রবে উতল হবে
কবির হৃদয় খানা।
—oooXXooo—