ন্যায়ের দাবী
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
ফুলে ফুলে নীরবতা
চারদিকে হুল্লোড় –
ঝিকিমিকি আকাশের তারা
জোছনা করে বসে অভিমান
ঘরে রাধা সম ক্ষুধা মানভঞ্জন
অভাব জ্বালামন পাগল পারা
মিহি চাউল দধি দুগ্ধ নবনী –
কভু খাই স্বপ্নের রাজবাড়ী
রাজ কন্যার পালঙ্কে অভিসার
কান্নাজানালা খুলে অশ্রু ফেরি
প্রতিবাদের নিকুচি ধরি করি
দশ দিশি কেবল দেখি আঁধার
একটু পাশে এসে বসো সই –
নয়নে নয়নে কথকতা কই।
প্রাণে আরাম খুঁজি মহিতলে
কিসে এতো নিছক করি ভয়
ভুঁই চাপা হিজল শিরিষ দলে –
সত্য লয়ে ডুবি বৈতরিনি জলে।
—oooXXooo—