প্রেমের আহুতি
বাবু বিশ্বাস ~আগন্তুক
আমি , বারে বারে প্রেমে পরে যাই__
ঘূর্ণীর, চূর্ণীর , দব্-দবা আগুনের,
বিরহের বেদনের , ঝরাপাতা ফাগুনের !
প্রেমে পড়ে যাই__
শত্রুর , কান্নার ,কামুকের কামনার ,
সর্পের , শকুনের , ক্ষুধার্থ হায়নার !
এভাবেই আমি প্রেমে পড়তে থাকি !
দুঃখের, যাতনার , লোভায়িত বাসনার,
ধ্বংসের , কংসের, মেঘে ঢাকা জ্যোৎস্নার !
অথচ,,হে মানসী কন্যা ! তোমাকে ভাবতেই_
কেঁপে উঠি ! জড়িয়ে যাই শঙ্কায় !
প্রাণে জাগে,চিরচেনা সেই মৃত্যুর ভয় !
—oooXXooo—