পরকে আপন, করো প্রাণপণ!
-প্রেমাঙ্কুর মালাকার
“একলা জীবন! একলা মরণ!”
শোন রে পাগলা মন –
সংসার ছেড়ে, গেলে যাবি হেরে,
বাছবি নিবিড় বন?
বন্যেরা বনে, থাকে নির্জনে,
মানুষ যে বেমানান ;
সামাজিক জীব, সে যে উদগ্রীব,
প্রেমের কাঙাল প্রাণ!
শুধুই মুখোশ? সে দেখার দোষ!
থাকিস না চোখ বুজে –
মনের মানুষ, পেয়ে হবি খুশ!
দেখ আতিপাতি খুঁজে!
শুধু চিত্তের, একাকিত্বের,
ভাবনা ছেড়ে দে বৃথা ;
“পরকে আপন, করো প্রাণপণ!”
বলেন বিশ্ব পিতা!
—oooXXooo—