সময়ের সাথে সাথে নিজেকে না পাল্টাতে পারলে পদে পদে খেতে হয় হোঁচট, সেই হোঁচটে জীবন বিগড়ে গিয়ে বেঁচে থাকার সমস্যা হয় প্রকট। নিজেকে পাল্টাতে না পারা সে এক ধরনের ব্যর্থতা, সময়ের সাথে সাথে নিজেকে না পাল্টানো, তাহা নয় বুদ্ধিমানের কাজ, সে এক চরম মূর্খতা। প্রতিনিয়ত পাল্টাচ্ছে মানুষের মন, পাল্টাচ্ছে প্রযুক্তি, নিজেকে না পাল্টানোর নেই কোন যুক্তি। নিজেকে না পাল্টিয়ে গতানুগতিকতা ধরে রাখলে নয় শুধু নিজের ক্ষতি, ক্ষতি হয় দেশের ও দশের, তাই নিজেকে পাল্টাতে হবে নিজেকে টিকিয়ে রাখতে সর্বকালের জীবন যুদ্ধের রেসে।।।