মনকথা
বাবু বিশ্বাস (আগন্তুক)
অনেকটাই ফুরিয়ে এলাম ……
অনেক কিছু পাওয়ার মাঝেও ,
অনেক কিছুই হারিয়ে ফেললাম !
কি পেয়েছি ? হারিয়েছি কি ?
ভাবতে গিয়েই দেখি আমি !
যা পেয়েছি তার চেয়েও ….
হারিয়েছি তার অধিক দামী !
কি সে~সব ? সে~সব কি ?
সেই শৈশব হাটি হাটি পা ,
বাবা ~ মা , দাদু ~ ঠাম্মা !
এলোমেলো স্বপ্ন গুলোর ,
উড়াল দেওয়া রঙিন পাখনা!
আর কি কি ? কি কি ? আর…
আত্মার সৃজন চেনা চেনা মুখ ,
আগুন আগুন অলৌকিক সুখ ,
প্রথম প্রেমের অঙ্কুর কুড়ি ….
আর যুদ্ধ জেতা সাহসী বুক !
কোথায় হারালো ? হারালো কোথায় ?
অস্তাচলের রবির কাছে ,
কেউ বা বেঁচে গা ঘেঁসে !
কেউ বা স্মৃতির পরাগ মেখে ,
ভাসছে দূরের নীল আকাশে !
ক্যানো ? ক্যানো ? ক্যানো ?
ভোরের কুসুম হয়ে আবার …
নুতন করে ফোটার আশে !
নুতন করে হারানো বৈভব ,
ছুঁয়ে দেখার অমোঘ উচ্ছাছে !
—ooXXoo—