জীবনের পাণ্ডুলিপি
মৃনাল কান্তি বাগচী
জীবন চলার সব পাণ্ডুলিপি
হয়না উজ্জ্বল,
কিছু কিছু পাণ্ডুলিপি
থাকে ধূসর,
ধূসর পাণ্ডুলিপি
ধূসর থাকাই ভালো,
সে পাণ্ডুলিপিতে থাকে
জীবনের অনেক কালো।
কালো ঘটনা জীবনে ঘটুক
কেহই চায়না,
তবুও কালো ঘটনা ঘটে
তাকে কিছুতেই রদ করা যায়না।
কালো ঘটনা নিয়ে চলে
কত মানুষের জীবন,
জীবন থাকলে
কালো ঘটনা ঘটবেনা
তা হয়না কখনো।
উজ্জ্বল ও ধূসর পাণ্ডুলিপি নিয়ে
হয় মানুষের জীবন,
ধূসর পাণ্ডুলিপির মধ্যে থাকে
অনেকের অনেক সুপ্ত বেদন।
চাইলেও জীবনের সব বেদন
প্রশমিত করা যায়না,
পাওয়া না পাওয়ার
পাণ্ডুলিপি নিয়ে কাটে
মানুষের জীবন।।।।
———#######——–