জিনের ভুত
স্বপ্ননাথ
জিনের ভুত, জিনের ভুত,
চলাফেরায় অদ্ভুত।
ভাঙা গড়ার মজার খেলায়,
হাতখানি তার কিম্ভুত।
ফরজ বলে কিছুই নেই,
সব যে তারই কারসাজি।
যায়না দেখা সফেদ চোখে,
কাজের বেলায় নীরব কাজী।
হাসিখুশি মজাদার,
বিজ্ঞান আর আবিষ্কার।
চোর জোচ্চোর মহাপাজি,
জিনের ভূতই সমঝদার।
বিশেষ রূপে জ্ঞানের গুণ,
রহস্য তার অণুবীক্ষণ।
চলতে থাকা পরম্পরায়,
নিরবে সে ঘটায় ক্লোন।
নরের স্বভাব বহুগামী,
নারী থাকে ধারনেতে।
ভবিষ্যতের বীজ নিয়ে সে,
পুতুল গড়ে ধরণীতে।
কোকিল ডাকে মধুমাসে,
জিনের ভূতের ডালে বসে,
কাকের বাসায় ডিম পারে সে,
কাকের ডিমের সর্বনাশে।
মাকড়সা তার দোসরকে খায়,
হুলো বিড়ালে বাচ্চা বিড়াল।
পেঙ্গু বাবা বরফ দেশে,
পায়ের পরে ডিমে তা দেয়।
বাবুই পাখি বাসা বোনে,
মৌমাছিতে মৌচাক,
প্রবাল কীট প্রাচীর গড়ে,
বিষ্ময়ে চোখে লাগে তাক।
তিমি মাছের গানের সুরে,
স্বরগমের ই ইন্দ্রজাল,
মানুষ ভাবে সবার বড়,
মুচকি হাসে মহাকাল।
গুণ ও বেগুন ফলন যার,
ঘুমিয়ে থাকে অন্তরে তার।
সবই জিনের কারবার,
তার উপরে পরমেশ্বর।
—oooXXooo—