আমার লক্ষী
নবু
আমার লক্ষী আমার মত
হৃদয়ের কথা বোঝে,
আমার লক্ষী শান্ত সকালে
আমারই কোল খোঁজে।
আমার লক্ষী আমার মত,
হাঁসতে ভালোবাসে,
আমার সাথেই আকাশ দেখে
আমার স্বপ্নে ভাসে।
আমার লক্ষী গল্প করে
মাথায় যেটা আসে,
আমার লক্ষী শিশির মাখে
জমে যেটা ঘাসে।
আমার লক্ষী আমার মতই
ভালবাসতে জানে,
আমার লক্ষী অন্যের কথা
তোলেনা আমার কানে।
আমার লক্ষী আমার মত
হাসে, কাঁদে, খেলে,
আমার লক্ষী আমার মতই
জীবনের কথা বলে।
আমার লক্ষী কবিতা লেখে
অংকের খাতা টেনে,
আমার লক্ষী যায়না ভেসে
সামান্য নদীর বানে।
আমার লক্ষী নিশ্চিত করে
একদিন সব হবে, যেদিন-
অধর্যের পথ পরিহার করে
ধর্যের পথে লবে।
আমার লক্ষী আমার মত
একটুতে নয় দুঃখী,
প্রতি প্রভাতে গান গেয়ে যায়
যেন- ছোট্ট একটা পাখী।
আমার লক্ষী আমার মত
ভাবনা চিন্তা খাঁটি,,
আমার লক্ষী এখনও ছোট
পড়াশোনাটা বাকি।
—oooXXooo—