আমরা কত বোকা,গাঁধা
রতন চক্রবর্তী (জ্ঞানভিক্ষুক)
“”””””””””””””””””””””””””””””””””””
শোন শোন শোন ,
ঐ যে লাল,নীল,সবুজ,হলুদ,বেগুনি,সাদা,কালো
সাতটি রঙ দেখছো,
সবই সূর্য এন্ড কোং থেকেই উৎপাদিত |
রঙগুলো যখন আলাদা আলাদা হয়ে যায়
তখন আমরা
যে যার পছন্দ মতো রঙগুলোকে বেছে গায়ে মাখি,
আর বলতে থাকি
আমার রঙই শ্রেষ্ঠ,সুন্দর,উজ্জ্বল |
এক সময়
এই নিয়ে শুরু হয়ে যায়
ভয়ংকর বাদাবাদী,লাঠালাঠি,খুনাখুনি,
অকালে কত প্রাণ যায় চলে |
তাই দেখে
সূর্য এন্ড কোং এর মালিক
সূর্যকান্ত রায় চৌধুরী
আড়ালে বসে হাসেন আর ভাবেন
আমরা কত বোকা,গাঁধা |
মাঝে মাঝে মহাশূন্যের বুকে বর্ষার লগ্নে
রংগুলো রামধনু হয়ে ভেসে উঠে
ওরা কত একত্রিত বোঝাতে চাইলেও
আমরা পৃথিবীর মানব জাতিরা
হায়!এমনই চরম অপদার্থ
তাদের কাছ থেকে সে শিক্ষা নেই না কিঞ্চিতও |
—oooXXooo—