প্রেমীক
বাবু বিশ্বাস (আগন্তুক)
কেউ ই বলেনি তোমায় ,
প্রেম মায়াজাল বুনতে !
নিশি জেগে স্বপ্ন এঁকে ,
দিনে তারা গুনতে !
এ এক কঠিন ব্যাধি ,
সাড়ে না ঔষধে !
অশ্রু শুকায় রক্ত ঝরে ,
হৃদয় অঙ্গ ভেদে !
এ কাজ নয় যে সহজ ,
হয় না সবার দ্বারা !
এ পথে পা যে বাড়ায় ,
হয় সে সর্ব হারা !
পাগল হয়ে ফিরতে হয় ,
কলঙ্কের বোঝা বয়ে ,
বিরহ জ্বালায় জ্বালিয়ে অঙ্গ ,
বিষাদের গান গেয়ে !
যেমন করে রাঁধার জীবন ,
কাটলো কৃষ্ণ হারা !
মীরাবাঈ পেলো না কিছুই ,
কৃষ্ণ নাম ছাড়া !
তেমন যদি হতে পারো ,
তবেই হাত বাড়াও !
নইলে তুমি অন্য কিছু ,
মোটেই প্রেমীক নও !
—oooXXooo—