সিড়ি
চিত্রশিল্পী তপন কর্মকার
ইচ্ছের বয়েস হাজারো বছর,
বন্ধু – কত দিনের বাছা।
চলতে শেখ পরকালের মতো,
ধেই ধেই করে কেন নাচা।।
সবে হাটতে শিখেছি শুধু আমরা।
তুমি তো অনেক দুরের,
ভাঙ্গা চুড়া স্বপ্ন পুরের।
নিজেকে নিয়ম করে বদলাও,
নয় খুলবে সময় পরনের কাছা।।
গুনেছো কি তোমার হাতের আঙ্গুল।
শুনেছিলে কবে দশ কুরি,
বলেছিল কোন এক বুড়ি।
আমার অব্যেশ সুরশুরি দিয়ে,
কথা বলে তোমার মগজ চাছা।।
আসে দিন রাত্রি দেখতে তোমায়।
তুমি কি দেখেছো কোন দিন,
পাহাড়ের মতো প্রেম কঠিন।
বুদ্ধির দৌড় আছে কতটা,
জানি অন্তরে পুষে থাকো মাচা।।
যুদ্ধের শেষে চালু যুদ্ধের শুরু।
আসলে আসল সব নকল,
নকলে করেছে সব দখল,
মুক্তির লোভে মুখ্য আজো,
মিছে পাহারাই দাও দেহ খাচা।।
—oooXXooo—