আশ্বিন এলো ফিরে৷ প্রতি বছরের মতো বাপের বাড়িতে আসবেন বলে জিদ ধরে স্বামীর সঙ্গে হয় খুনসুটি শিব পারে না বুঝাতে গৌরী রে৷ এদিকে তখন পৃথিবী তে দিন এক এক করে গুণে গুণে যায় ক্ষণ থাকে গৌরী-র আসার প্রতীক্ষায়৷ শিউলি গাছের ডাল ঘিরে উচ্ছাস রাত্রী আঁধারে শিউলি ফুলেরা উজ্জ্বল চোখে চায়৷ থরে থরে উঠিয়াছে ফুটে তারা সেই গৌরবে আকুলিত সৌরভে নিজেকে আর পারে না রাখতে ধরে৷ খুব ভোরে আলো ফুটবার আগে তারা সবে ঝরে পড়ে সবুজ ঘাসের বুকে নয়তো ধুলিতে নিশ্চুপ শুয়ে থাকে৷ কোন সে অলীক ভুল শিউলি ফুল উদাসী প্রাণের ছায় যায় গেয়ে গান আগমনী জননীর কোমল সে কোন পদ ছোঁয়া পেতে চায়!