মহালয়া
দীননাথ চক্রবর্তী
মহালয়ার প্রাতে আলো মায়ের রাঙা বরণ ,
হাজার বাতির আলোর ঝাড় আগমনী চরণ।
নূপুর চরণ রনুঝুনু সুরের আভরণ ,
ভুবন ভরা ভুরিভুরি স্মৃতির জাগরণ ।
কূল উপকূল নদী ঘাট পিতৃতর্পন ,
আলোমালা ঊর্মিমালা মাতৃ আবাহন।
পায়ে পায়ে ঘরে দোরে ইচ্ছে সারাক্ষণ ,
আঁচল ঝালর ঝর্ণাধারা মায়ের হাতের কাঁকন ।
—oooXXooo—