দশভূজা জাগো
✍🏻 অনিমেষ
বছর ঘুরে এলো শরৎ
আসবে বুঝি মাগো,
অন্তরেতে অসুর নাশি
দশভূজা জাগো ।
মুক্ত বোনা ভোরের ঘাস
পদ্ম ফোটা বিল,
উমার টানে উঠছে হেসে
এ বিশ্ব নিখিল ।
পেঁজা মেঘের ভেলা ভাসে
জগৎ আলোকময়,
শিউলি ফুলের আসনখানি
মায়ের আঙিনায় ।
ঢাকের বোলে আগমনী
সুরে তালে কাঠি,
কুমোর বাড়ি কাঠাম খড়ে
সাঙ্গ ছানা মাটি ।
ডাকের সাজের চালচিত্রে
সনাতনীর সাজ,
গাঁয়ের বধূ সাজায় উঠোন
আলপনাতে আজ ।
ভুবন ভরা তোমার রূপের
হয়না তুলনা,
শক্তি রূপা জ্ঞান দায়িনী
ত্রিনয়নী মা ।
—oooXXoo—