তরুবর
স্বপ্না নাথ
বৃক্ষ তুমি ফুল দাও,
ফল দাও আর-
ধরায় সবুজ দাও,
গৃহ পরিবার।
বাঁচার ওষধি দাও,
ছায়া দাও আর,
সহন ক্ষমতা দাও,
আপনি আচার।
দাও তুমি অকাতরে,
বায়ু পারাবার,
কিট থেকে প্রাণীকুলের,
জীবনের সার।
ধরণীর সুধা আর,
মিত্র দিবাকর,
দোঁহে মিলে অবনির,
গড় সংসার।
সৃজনের তরে আছো,
প্রাণের আগার,
উপল খণ্ডেরে বাঁধো,
বন্যা রোধিবার।
মরনের পরে আছো,
অঙ্কুরে তুমি,
তোমাহিনে নিস্প্রাণ,
সব মরুভূমি।