শিরোনাম:- আবাহনী
কলম:- সুপর্ণা দত্ত
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
বেঁধেছিল ছোট্ট বাসা নীল আকাশের তলে,
করেছিল জীবন পাত আপন সংসারের তরে।
মুদেছিল দুটি নয়ন স্বপ্ন দেখার ছলে,
ভাঙ্গল সে স্বপ্ন তার জীবন সমুদ্রে ভেসে।
পেতেছিল বাতাসে কান স্বস্তির বাণী শুনবে বলে,
সে বাণী বদলেছে আজ ভর্ৎসনা আর তিরস্কারে।
অপেক্ষায় ছিল বসে ভালোবাসার মানুষের তরে,
সে মানুষ এসেছিল,তবে তার মন ছিল দ্বিধায় ভরে।
কয়েকজন নরপিশাচ ভোগ করেছিল তার স্ত্রীকে,
কত চিৎকার কত আর্তনাদ সব হল মিছে-
নিস্তব্ধ চারিদিক, তারই চিৎকার করেছিল বিদীর্ণ বায়ুর গতি,
বৃথা হল তার আপ্রাণ কাতর মিনতি।
হল আরও একটা নারী নির্যাতন,
যে দেশে আজও ঘটে দেবী শক্তির আবাহন,
পূজিত হন শক্তি স্বরূপিনী নারী,
সেই দেশেই আজও নির্যাতিত হন
গৃহবধূ,আবাল-বৃদ্ধা, রমণী।
মাগো,তোমায় স্মরণ করি–
যুগে যুগে অসুর বিনাশিছো তুমি,
দাও মা শক্তি বধিতে অশুভকে, নারী সম্মান রক্ষা করতে।
তোমারই আগমনের সাথে জ্বলে উঠুক আলো,
বিনাশ হোক অশুভ শক্তির আঁধার কালো
দিকে দিকে বেজে উঠুক বিজয় শঙ্খ,
পৃথিবীতে বিরাজ করুক শান্তি-সুখ আর সমৃদ্ধ।