হাইফেন
মৌসুমী ঘোষাল চৌধুরী
********
গমরঙা সূর্যের আলোতে পরশু,
নিরুদ্দেশে চলে গেছ তুমি বনে, সুদূর প্রান্তর।
নিবিড়ে দিয়ে গেছিলে দোল।
ভুল দিয়ে, বিষের পরশে ও ভোলানো গেল না
তোমার পিঠে আঁকা আমার সুখসারির উপকথা।
টুকরো টুকরো মেঘের ঢেউ এ
বলেছিলে এমনই থেকো,
অগোছালো, পূরিত।
আজ ভাবনার ধ্বংস স্তূপে
দাঁড়িয়ে দেখি আকাশ তো মনে রাখে নি।
ঝড়ের দিন ও বিলুপ্ত।
ময়ূরাক্ষী নদীটির মত ভরা জোয়ারে, বৃষ্টিতে
শালবন ও ভরিয়ে তোলে নি উজাড় করে।
সারি সারি দেয়ার গল্পকথন।
কখনো ভোররাতে ঘুম ভেঙে দেখি
আরো দূরে কিচকিচ সোনা রোদে
ধনেশ পাখিটির মত গাইছ ” শুরু করি গল্প। ”
নতুন ভ্রূণটির গান।
—ooXXoo—