স্বপ্নালোক
মৃনাল কান্তি বাগচী
———————–
নদী সাগর পানে ছুটে চলে
সাগরকে একান্ত করে পাবে বলে,
আমি অপেক্ষায় আছি পথ চেয়ে
তুমি আসবে,কথা হবে
যাবো সব দুঃখ ভুলে।
নদী জানে, এক সময়
সাগরের সাথে হবে দেখা,
আমি জানি,আমার ভাবনা মিছামিছি
আমার কাছে সবই শূণ্য
একে বারে ফাঁকা ।
তবুও নদীর মত ভাবতে
আমার কেন এতো লাগে ভালো?
এই জগতে যাহাই শূণ্য
তাহার পূর্ণতা পেতে মন চায়,
নাইবা তাহা পাওয়া হলো।
না পাওয়ার থেকে, পাওয়ার আকাঙ্খা
মনকে নিয়ে যায় অনাবিল কল্পলোকে,
দুঃখকে ভুলতে, সুখের স্বপ্ন দেখা
হৃদয়কে আলোকিত করে স্বপ্নালোকে।।।
———######———