শব্দ বুলেট
রতন চক্রবর্তী
“””””””””””””””””
পুরুষ নারীর মধূ মাখা মিষ্টি প্রেমের কবিতা
অনেক হয়েছে লেখা ,
এবার তোমার কলম হতে বেরিয়ে আসুক কবি
জনচেতনার কবিতা |
দিকে দিকে তাকিয়ে দেখো চলছে শুধু
লাগামহীন অনাচার ,
লেখায় লেখায় জাগিয়ে তুলে জনতারে
মাঠে নামাও এবার |
প্রতিবাদের তুফান তুলতে এখনো যদি
না নামেন জনতা ,
অতি শীঘ্রই জ্বলবে জেনো মাটির বুকে
অসংখ্য মানুষের চিতা |
শুনছি জ্ঞানীর মুখে বন্দুকের বুলেটের চাইতেও
শব্দ বুলেটের শক্তি অধিক ,
তাই যদি হয়,শব্দ বুলেটের শক্তি দিয়ে তোমরা
জনতারে করো নির্ভিক |
পৃথীবির বুক হতে ঘুচে যাক দুষ্টের বেয়াদপি
শান্তি বিরাজ করুক,
“আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে”
প্রাণ ভরে গানটি ধরুক |
—ooXXoo—