এক পলকের সময় আমার, সঙ্গে আছে কই ? আপন কাজে সকাল সাঝে, সাক্ষী গোপাল রই।।
দিন চলে য়ায় দিনের পিঠে, বাবুর পাতা জালে। আমার সঙ্গে আমার দেখা, হয়-না কোন কালে। সারা জীবন ধরে আমি, ভুতের বোজা বই ।। আপন কাজে সকাল সাঝে, সাক্ষী গোপাল রই।।
আকাশ দেখে বাতাস মেখে, হয়নি তো আর বড়ো। তবু আজও দিন-ভিখারী, ফকির মনে করো।
ওই জমির তবু চালান চোতা, আছে বৃক্ষ বাগান। আমার তফিলদারী গেল, দিতে পেটের জোগান। অশ্ববিহীন দৌড়ে কি আর , হতে পারি জয়ী ? আপন কাজে সকাল সাঝে, সাক্ষী গোপাল রই।।