সুখের আশায় হবো যে সুখ হারা
তপন কর্মকার
চমকে যাবে তুমি,
থমকে যাবে পাড়া,
সুখের আশায় হবো যে সুখ হারা।
বলছি শোন ভাই,
সময় আছে তাই,
মাটির বুকে লাগাও বৃক্ষ চারা।।
চমকে যাবে তুমি,
থমকে যাবে পাড়া,
সুখের আশায় হবো যে সুখ হারা।
সবাই তো চাও রাজা হতে,
প্রজা বলবে কাকে ?
রাজা হওয়ার দৌড় বিচারে,
মারছো শুধু মাকে।
মনের মধ্যে মরন কল
মানুষ মারার তারা।।
সুখের আশায় হবো যে সুখ হারা।
আকাশটা আজ নীলছে কোথায়,
বাতাসে বিষ ওরে।
ধ্বংশ তো নয় অনেক দুরে,
হয়তো কালকে ভোরে।
স্বপ্ন দেখ সবুজ ধরার,
জ্ঞানী গুণি যারা।।
সুখের আশায় হবো যে সুখ হারা।
—ooXXoo—