উঁকি মারি তোমাদের সংসারে
মণিকা বড়ুয়া
কী ভীষণ সুখের চাদর!
কী পরম আশ্রয়!
দুজন দুজনকে আঁকড়ে
সারা পৃথিবী বুকে নিয়ে নাচো।
ফুটফুটে সন্তান কোল জুড়ে।
কখনো সুখ, কখনো শান্তি
কখনো উদ্বেগ—
শুধু উঁকি মারতে পারি আমরা–
প্রবেশের নেই অধিকার–
মধ্যরাতের পরী
অভিসারের আগুনে মৃত্যু গিলে খাই প্রতিদিন–
পিছল পুরুষ কানামাছি খেলে–
ছিপ ফেলে–
সে ছিপে আটকে যাই
আজীবন রক্তধারায় ভিজে
উঁকি দিই ছটফটে শিশুর
আদুরে মুখ
——————