আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
মৌসুমী ঘোষাল চৌধুরী
**********************
এই অমাবস্যার জড়তাতেই
বলে উঠি,
গাছের নিচে দাঁড়িয়ে আছি অর্ধমৃত গাছের মত।
বিষ্মিত জলাশয় নেই।
পাতার শাখায় হারিয়ে ফেলেছি
মুখটি তোমার,
শুধু অজস্র ফুল ফুটেছে তোমার বুকের ধারে।
কাগজের সুষম আকৃতি ছিঁড়ে ফেলি।
যেটুকু ছিটেফোঁটা প্রেম পাই,
গাছের আঠায় জুড়ে পড়ে আছি।
সেটুকুই বেঁচে থাকা।
কবিবর, তুমি কি আজো জানলে না
মরচে পড়া এ জীবনে
ভ্রমর নেই, কিছু পিঁপড়ে সাথী পচনের।
—ooXXoo—