মানভঞ্জন
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
আঁখি পুঞ্জ অপরূপ যৌবন লোলুপ,
অধরে অধর পেতে বড়ই কামুক।
গভীর দেহ সাগরে মায়ার অবগাহন,
রোমান্স রূপ কথার অপূর্ব সংমিশ্রণ।
একেলা পরীহুরী খুঁজি নৈশ শয্যায়,
নিঠুর শমণ হাসে দূর স্বর্গ কিনারায়।
আবর্ত কুটিল নদী সম আয়ু বল যশ,
নির্মম নির্মাতার হস্তের যেন পরিহাস।
কিসের অহংকার কর মানব সন্তান,
হেমকাশ তুচ্ছ তৃণ কর মান ভঞ্জন।
—oooXXooo—