বরুণ দেবতা প্রার্থনা কায়মনে!
সুজলা ধরণী আষাঢ়ের বর্ষণে!!
প্রেমাঙ্কুর মালাকার
হঠাৎ বৃষ্টি সকালবেলায়,
ফোঁটা ফোঁটা ঝিরঝির-
এ কেমন মেঘ? নেই গতিবেগ!
পথ ভোলা মুসাফির!
এ কোন আষাঢ়? বৃষ্টি আসার!
সাকিন লেখে না মেঘে ;
বৃষ্টি-বিহীন মেঘেরা বিলীন,
উবে যায় দ্রুত বেগে!
মেঘের নাটক আকাশে আটক,
রুদ্ধ যে যবনিকা-
উড়ো মেঘ যতো আলেয়ার মতো,
দেখাচ্ছে মরীচিকা!
শুধু গর্জন নেই বর্ষণ,
বৃষ্টির আশা ক্ষীণ ;
এমন গরমে পারদ চরমে,
বেড়ে চলে সীমাহীন!
সন্ধ্যে বেলায় হঠাৎ বৃষ্টি,
নাবলো মুশলধারে-
তাও ক্ষণিকের থেমে যায় ফের,
বাজলো না মল্লারে!
প্রকৃতি খেয়ালি মেঘের হেঁয়ালি,
দেখাচ্ছে বার বার;
গাছ ম্লান মুখে! প্রাণীদের বুকে!
চাতকের হাহাকার!
বরুণ দেবতা তোমার চরণে,
প্রার্থনা কায়মনে-
সুজলা সুফলা করো ধরণী কে,
আষাঢ়ের বর্ষণে!
—oooXXooo—